ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী কোভিড–১৯–এর টিকা ‘কোভিশিল্ড’–এর প্রথম চালান শিগগিরই পাচ্ছে বাংলাদেশ। ভারত গতকাল শুক্রবার বাণিজ্যিকভাবে টিকা রপ্তানির অনুমোদন দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বলেন, চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে আগামী সপ্তাহ ও মাস থেকে বন্ধুপ্রতিম বাংলাদেশ, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, মরক্কো ও মিয়ানমারে কোভিড-১৯ টিকা সরবরাহ করবে ভারত।
বাসসসহ বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে প্রয়োজনীয়সংখ্যক টিকা রেখে চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে এসব দেশে টিকা সরবরাহ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জি টু জি, জি টু বি এবং বি টু বি ভিত্তিতে এই টিকা দেশগুলোতে সরবরাহ করা হবে।