
রাজধানীর কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের নিচে চাপা পড়ে শরিফুদ্দিন হারুন (৫২) নামের এক ইঞ্জিন মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
মৃত শরিফুদ্দিনের সহকারী বাবুল হোসেন জানান, তারা স্টেশনে ইঞ্জিন মেরামতের কাজ করছিলো। তখন আরেকটি ইঞ্জিনের নিচে চাপা পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মৃত তোফায়েল আহমেদ। পরিবার নিয়ে শাহজাহানপুর পানির ট্যাংকি এলাকায় থাকতো সে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এমআই